লালখান বাজারে তিলোত্তমা টাইলস্ এর বাবুর্চির হাতে হিসাবরক্ষক খুন !

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় প্রেমিকা নিয়ে টিটকারি করাতে বাবুর্চির হাতে খুন হয়েছেন এক হিসাবরক্ষক।

সোমবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় এ খুনের ঘটনাটি ঘটে। দুইজনেই তিলোত্তমা টাইলস নামের একই প্রতিষ্ঠানে কর্মরত।

নিহত হিসাবরক্ষকের নাম এসএম মহিউদ্দিন তন্ময় (৩৫)। তিনি চুয়াডাঙা সদরের শেখপাড়া এলাকার এস এম কামাল উদ্দিনের ছেলে। জানা যায়, তিলোত্তমা টাইলস নামের একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে কোম্পানির দেওয়া একই ম্যাচে থাকতেন খুন হওয়া হিসাবরক্ষক মহিউদ্দিন তন্ময় এবং বাবুর্চি গারো জনগোষ্ঠীর বাসিন্দা নিহার রিসিল (৫০)। প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্রুপ করায় ক্ষোভ থেকে ছুরি দিয়ে বাবুর্চি এ হত্যার ঘটনা ঘটায়।

পুলিশ জানিয়েছেন, প্রায় ১১ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বাবুর্চি নিহার রিসিলের। দীর্ঘদিন একা থাকার পর ৫০ বছর বয়সী নিহার রিসিলের জবানী ত্রিপুরা (২৭) নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্ক নিয়ে বিদ্রুপ করায় এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে এ খুনের ঘটনা ঘটে।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ‘লাশ বর্তমানে চমেক হাসপাতালে আছে। ঘটনার পরপরই তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ঘটনার পিছনের রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।