শুক্রবার আরো ৭২ হাজার ভ্যাকসিন আসছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মানুষের জন্য আরেক ধাপে ৭২ হাজার ভ্যাকসিন আসছে আগামী শুক্রবারের মধ্যে।

এসব ভ্যাকসিনের মধ্যে মর্ডানার দ্বিতীয় ডোজ ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করা হবে। 

বুধবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। 

সিভিল সার্জন বলেন, ‘সন্ধ্যায় আমাদের জানানো হয়েছে চট্টগ্রামে আরও কিছু ভ্যাকসিন আসছে। এরমধ্যে সিনোফার্মের ৬৩টি কার্টন এবং মর্ডানার ২০ কার্টন পাঠানো হবে। তবে হয়তো আরও বড়াতেও পারে।

তিনি আরও বলেন, এর আগেও কিছু বাড়তি ভ্যাকসিন এসেছিল ‘ খোঁজ নিয়ে জানা যায়, সিনোফার্মের প্রতিটি কার্টুানে ৬০০ ডোজ ভ্যাকসিন রয়েছে। অর্থাৎ নতুন করে পাওয়া ৬৩ কার্টনে ৩৭ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন থাকবে। এছাড়া মর্ডানার প্রতিটি কার্টনে ১ হাজার ৬৮০ ডোজ ভ্যাকসিন থাকে। ওই হিসেবে মডার্নার ৩৩ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

তিনি জানান, সবমিলিয়ে নতুন ধাপে ৭১ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আসার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এরআগে শনিবার রাতে চট্টগ্রামে এসেছিল ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ ভ্যাকসিন। এরমধ্যে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন ছিল।