সিআরবি থেকে লুম্পেন গোষ্ঠীর হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়ার দাবি মুক্তিযোদ্ধার পরিবারবর্গের

নিজস্ব প্রতিবেদক:

“আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ / দারুণ প্রতিরোধে করে চূর্ণ, ছিন্নভিন্ন, শত ষড়যন্ত্রের জাল যেন / আনে মুক্তির আলো আনে, আনে লক্ষ শত প্রাণে……..”- মুক্তির সেই আলোকবর্তিকা হাতে আবারো রাজপথে নেমেছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।

দাবি একটাই; চট্টগ্রামের ফুসফুস সিআরবি থেকে লুম্পেন গোষ্ঠীর হাসপাতাল প্রকল্প বাতিল করে অন্যত্র নিয়ে যেতে হবে।

অরাজনৈতিক এই আন্দোলনে চট্টগ্রামের মানুষের প্রাণের দাবির মহা মিলন ঘটেছে। আজ বুধবার সিআরবি রক্ষার আন্দোলনে নাগরিক সমাজ, চট্টগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।

প্রতিবাদী সমাবেশে বক্তারা জানিয়েছেন, এই জাগরণের মধ্য দিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিল হবেই। নয়তো আজ সিআরবিতে আন্দোলন চলছে, চট্টগ্রামের আনাচে কানাচে এ আন্দোলন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। স্বতঃর্স্ফূত জনতার অংশ গ্রহণে আমরা আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করেই ছাড়বো। বক্তাগণ আরও বলেন, যারা এখনো বলছেন, সিআরবিতে হাসপাতাল হবে, তারা ভুল ভাবছে।

তারা ভুলে গেছে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বৃটিশ বিরোধী লড়াই করেছিল এ চট্টগ্রাম। বঙ্গবন্ধু ছয় দফার ঘোষণা দিয়েছিলেন এ চট্টগ্রাম থেকে। নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯২’এ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠা ঐতিহাসিক গণ আদালত, যুদ্ধাপরাধীদের বিচার- জাতির প্রতিটি ক্রান্তিকালে চট্টগ্রাম পথ দেখিয়েছে।

আজ মুক্তিযোদ্ধাদের পরিবার এক হয়েছে। কাজেই সিআরবিও রক্ষা পাবে।


বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের সদস্য শহীদুল ইসলাম মনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুচ, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্বেডর ডেপুটি কমান্ডার মোরশেদ আলম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফজলুল কবির মিন্টু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহ সভাপতি নূর হোসেন দুলাল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, মো. শাহজাহান, পরেশ নাগ, সৈয়দ আহম্মদ, মো. নূরুল আজিম, মো. মাসুম, মো. মঞ্জু, সাইদ আহাম্মদ বাবুল, কুতুব উদ্দিন চৌধুরী, রনি সরকার, জাহানারা আক্তার তানিয়া প্রমুখ।