সিআরবি রক্ষায় আইনজীবী সমিতির গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনে ড. অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নাই। সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে-শহিদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো প্রাইভেট হাসপাতাল চায় না।


২৪ মে আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামে চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আইজীবীদের উপস্থিতিতে সি আর বি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন।

ড. অনুপম সেন আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজী পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য ম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পায়তারা কোন ভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না ।


চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ্এডভোকেট এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডাঃ মাহাফুজুর রহমান, ডাঃ ইদ্রিছ আলী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ্এডভোকেট, মুজিবুল হক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী , এডভোকেট রতন কুমার রায় , এডভোকেট বদরুল আনোয়ার চৌধুরী, এডভোকেট সৈয়দ মোক্তার আহম্মেদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ফারুক, এডভোকেট মোহাম্মদ আবু হানিফ, এডভোকেট আবদুর রশিদ, এডভোকেট নাজমুল আহসান খান আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, এডভোকেট আক্তার কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ –সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আল মামুন, এডভোকেট কাজী নাজমুল হক, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট মোছাহের উদ্দীন বখতেয়ার, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, তানভীর আরাফাত, কামাল পারভেজ, আমিন মুন্না প্রমুখ।