সিটি সার্ভিসের চাপায় মূহুর্তেই জীবন নীভে গেল তাজুলের!

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীতে সিটি সার্ভিস বাসের ধাক্কায় মোঃ তাজুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫মে) কোতোয়ালি থানাধীন লালদীঘির পাড়স্থ জহুরহকার মার্কেট গেইটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুহিলপুর গ্রামের মৃত মলু মুন্সীর ছেলে এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিছন্নকমী ছিলেন। তিনি কোতোয়ালীর পাথরঘাটা ৪নং গলিতে ফারুক সাহেবের বিল্ডিং এর ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে ৩ নং সিটি বাসের চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরন করে ওই ব্যাক্তি এবং আহত হন আরো একজন। পরে ঘটনাস্থল থেকে লাশ পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে জহুর হকার্স মার্কেটের সামনে নগরীর ৩নং রুটের একটি বাস যার নাম্বার (চট্ট. মেট্রো-ছ-১১-২৭৮৬) চট্টগ্রাম কারাগারের পরিচ্ছন্নতাকর্মী তাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ব্যাপার আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।