সিনেমা তৈরির জন্য চট্টগ্রামে হচ্ছে এফডিসির শাখা: পাহাড়তলীতে ১ একর জায়গা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :

সিনেমা তৈরির জন্য চট্টগ্রামে হচ্ছে এফডিসির শাখা। চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশের টেলিভিশনের নিজস্ব এক একর জায়গা এফডিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য নিজস্ব ১০ একর জায়গা থেকে ১ একর ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ।

চট্টগ্রামে এফডিসিকে জায়গা দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের।

চলচ্চিত্রের শুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।আর এই জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।