হাজারী গলিতে ১৭০ কার্টন এসএমসির ওরস্যালাইন নকল সন্দেহে জব্দ, আটক এক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলি থেকে ১৭০ কার্টন এসএমসির ওরস্যালাইন-এন জব্দ করেছে পুলিশ।

বুধবার (১১ মে) বিকেলে চট্টগ্রাম ওষুধ বিক্রেতা সমিতির লোকজনের সহায়তায় এসব ওরস্যালাইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুজন কান্তি শিকদার নামের এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে জব্দকৃত এসব স্যালাইন নকল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম জানান, ‘বুধবার বিকেলে হাজারী গলির চট্টগ্রাম ওষুধ বিক্রেতা সমিতির লোকজন সুজন কান্তি শিকদার নামের ব্যক্তিকে আটক করে আমাদের ফোন দেন। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে আটক করি এবং ১৭০ কার্টন ওরস্যালাইন-এন জব্দ করেছি।

উপস্থিত সকলের সামনে প্যাকেট দেখে ধারণা করা হয়েছে এসব ওরস্যালাইন নকল। স্যালাইনগুলো নকল কিনা তা পরীক্ষা করার জন্য এসএমসির কর্মকর্তাদের ডাকা হয়েছে। তবে কার্টনে কত পিস স্যালাইন আছে তা হিসাব করা হয়নি।

’এ বিষয়ে আরও বলেন, ‘তদন্ত শেষে জানা যাবে ওরস্যালাইনগুলো আসলে নকল ছিল কিনা! এরপর ওষুধ প্রশাসন অধিদপ্তরে তদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে নকল হলে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন তিনি।