হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নগর প্রতিবেদক :

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ: এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

অনুষ্ঠানে হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শফীর জীবনী নিয়ে বিভিন্ন ওয়ালামা একরামরা আলোচনা করেন এবং তাঁর মৃত্যুকে হত্যা দাবী করে মামলার অভিযুক্ত আসামিদের দ্রুত বিচারের দাবি জানান।

আল্লামা আহমদ শফী ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ বছর বয়সে মারা যান। পরে ওই বছরের ১৭ ডিসেম্বর আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হত্যা মামলা দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করে বলা হয়েছে, আহমদ শফীকে মানসিক নির্যাতন এবং তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে।

১২ এপিল দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে দায়ের করা ওই মামলায় বাবুনগরী, মামুনুল হক ও আজিজুলসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।