চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনকে ঘীরে বীর মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

কাজী রাজিশ ইমরানকে ‘লাটিম মার্কা’য় ভোট দেয়ার আহবান

নগর প্রতিবেদক:

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬নং চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর পুত্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরানকে ‘লাটিম মার্কা’য় ভোট দেয়া আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) প্রচারণার শেষ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চকবাজার ওয়ার্ডের জয়নগর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্টাফ কলোনি এলাকা, কাতালগঞ্জ, কাপাসগোলা, চকবাজার কাঁচা বাজার, সিরাজদৌল্লা রোড, চট্টগ্রাম কলেজ রোড ও অলি খাঁ মসজিদ মোড়ে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে অনুষ্ঠিত পৃথক পৃথক গণসংযোগ ও পথসভায় সম্মানিত ভোটারদের এ আহবান জানানো হয়।


পথসভা ও গণসংযোগসমূহে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, নির্বাচনে কোন গুন্ডা-পান্ডা, অস্ত্রধারী সন্ত্রাসী পাত্তা পাবে না। আমরা চাই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন। তিনি চকবাজার ওয়ার্ডের ভোটারদের ভোট কেন্দ্রে এসে কাজী মুহাম্মদ ইমরান রাজিশের ‘লাটিম মার্কায়’ ভোট দেয়ার অনুরোধ জানান।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, জেলা সংসদের সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের স্বাক্ষী কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ, আহম্মেদ হোসেন, সৈয়দ আবদুল গনি, কাউন্সিলর প্রার্থী কাজী মুহাম্মদ রাজীশ ইমরান,

সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সন্তান শরফুদ্দীন আহমেদ চৌধুরী রাজু, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, ড. ওমর ফারুক রাসেল, মিজানুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন, রিপন চৌধুরী, এডভোকেট মইনুল আলম সৌরভ, বিবি গুল জান্নাত, মোঃ হারুন অর রশিদ, এম মইনুল আলম সৌরভ, হাসান মোঃ আবু হান্নান, জয়নুল আবেদীন, মেজবা উদ্দিন আজাদ, জয়নুদ্দিন জয়, ইশতিয়াক রুমি, ওয়াসিফুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার নাজমুল আলম, মো রাকিব, তফাজ্জল ইলাহি, মোঃ আমজাদ, নাসির খান, হারুন অর রশিদ, সাইফুল্লাহ মাহমুদ, ইসমাইল হোসেন রুবেল, নিলয় সকুর অনিক, শেখ সাদিক, মোঃ ফরিদ উদ্দিন, নঈম উদ্দিন প্রমুখ।