মামুনুর রশিদঃ যারা দুর্নীতি করে,সন্ত্রাসী করে তাদের স্থান যেন নগরি-পিতার কাছে স্থান না পায়। আমরা একটা সন্ত্রাস এবং খুন-খারাবিমুক্ত চট্টগ্রাম চাই৷
আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন, জলাবদ্ধতা মুক্ত একটি নগরী। এই প্রত্যাশা-গুলো বাস্তবে রুপান্তর করার জন্যই নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী সবাইকে একত্রিত করে এই সুধী সমাবেশের আয়োজন করেছেন।
সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চোধুরী নওফেল।
নব নির্বাচিত মেয়র বলেন, আমরা সবার সাথে সমন্বয়ের মাধ্যমে নগরীর প্রতিটা কাজ করতে চাই, এজন্য নগরবাসীর সহযোগীতা প্রয়োজন।
যে সেবা সংস্থা গুলো গাফিলতি করবে, তাদেরকে জবাবদিহি করতে হবে। ইতিহাস ঐতিহ্যকে ধারন করে চট্টগ্রাম নগরীকে একটি আদর্শ রোল মডেল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে বলে জানিয়েছেন নির্বাচিত এই মেয়র।
এদিকে সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামের ১০০ ভাগের মধ্যে ৮০ ভাগ ভোগ করছে বন্দর।
বাকি ২০ ভাগ নগরবাসী। যারা নগরীর বাড়তি সুবিধা ভোগ করছে তাদের উপর নির্দিষ্ট কিছু আইন করারও পরামর্শ দেন তিনি।
নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী,সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ,নগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,
সাবেক মেয়র মাহামুদুল ইসলাম চৌধুরী, চবির সাবেক উপাচার্য ড. আনোয়ারুল আজম আরিফ ও ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর মহিলা আওয়ায়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন সহ অন্যান্যরা