চসিকে বেতন বৈষম্যের শিকার দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মচারীগণ

প্রেস বিজ্ঞপ্তি :

দীর্ঘ বিশ-বাইশ বছরের অধিক সময় ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সকল শাখা-উপশাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

তাই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানান চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বায়ক আবু তাহের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন নগর ভবনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদপযাপনকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কলেজের প্রভাষকদের পক্ষ থেকে বলা হয়, বিগত দশ বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কলেজসমূহে প্রভাষক পদে স্থায়ী নিয়োগ বন্ধ।

এই কারণে কাগজে কলমে প্রথম শ্রেণির সমমর্যাদার হলেও বেতন বৈষম্যের শিকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কলেজসমূহে ৮/১০ বছর ধরে কর্মরত অস্থায়ী প্রভাষকগণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব সাজু মহাজন, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, জামশেদ মোহাম্মদ, খায়রুল বশার তসলিম, লিটন বড়ুয়া, জেসমিন আকতার, শহিদুল ইসলাম, সাবিনা আকতারসহ প্রমুখ।