চট্টলা ডেস্ক : ঢাকাসহ সারাদেশে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে করোনা টিকাদান কার্যক্রম একযোগে শুরু হবে। ঢাকায় ২০৪টি এবং সারাদেশে ২১৯৬টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
নিবন্ধনকারীদের মধ্যে যারা প্রথম দিনে টিকা পাবেন তাদের মোবাইল ফোনে শনিবার খুদেবার্তার মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হবে।
সরকারের হাতে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৭০ লাখ টিকা আছে। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা ৫০ লাখ এবং ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০ লাখ।
সরকারের লক্ষ্য ছিল প্রতিদিন গড়ে দুই লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়া। তবে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনে মাত্র দেড় লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতিতে প্রথম মাসে ৬০ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়ার সিদ্ধান্তের পরিবর্তে ৩৫ লাখ লোককে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জানানো তথ্য মতে, এ পর্যন্ত ৩ লাখ ছাড়িয়েছে নিবন্ধনকারী।
নিবন্ধন না করা ব্যক্তিরাও জাতীয় পরিচয়পত্র সঙ্গে থাকলে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
বর্তমানে শুধু ৫৫ বছরের বেশি বয়সী এবং করোনা মোকাবিলায় নিয়োজিত প্রথম সারির পেশাদারদের টিকা কর্মসূচির প্রথম পর্বে নিবন্ধন করার অনুমতি দেওয়া হয়েছে।
করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।