ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমানটি ঢাকায় পৌঁছেছে

চট্টলা ডেস্ক :

ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমানের ফ্লাইটটি ১২৪ জন যাত্রী নিয়ে রাত ১২টা ৫১ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ওমান থেকে আসা বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো।

ওমানের রাজধানী মাস্কাট থেকে আসার পথে পাইলট অসুস্থ হলে জরুরি অবতরণ করে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন ড্যাশ এইট ফ্লাইট। পরে ভারতে আটকে পড়া যাত্রীদের ঢাকায় আনতে নাগপুরে যায় ৮ সদস্যের উদ্ধারকারী দল।

ওমানের মাস্কাট থেকে নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়ে বিমানের বোয়িং ৭৩৭-৮ ফ্লাইটটি। আকাশে ফ্লাই করার দুই ঘণ্টা পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিমানের পাইলট। এর কিছুক্ষণের মধ্যেই ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।পরে সেখানেই দেশে ফেরার অপেক্ষায় থাকেন ১২৪ জন যাত্রী।

তাদের দেশে আনতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শিডিউল ফ্লাইট ০২২ করে নাগপুর পৌঁছায় আট সদস্যের উদ্ধারকারী দল। পরে তাদের তত্ত্বাবধানেই ঢাকায় পৌঁছান যাত্রীরা।এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম অসুস্থবোধ করলে জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্যাফিক কন্ট্রোল এর সাথে যোগাযোগ করা হয়। পরে তারা নাগপুর অবতরণের কথা জানান।

সেখানেই স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাইলট নওশাদকে।