শুক্রবার ভোরে সারাদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তি স্থান ঢাকা

ডেস্ক রিপোর্ট:

২৪ ঘন্টার কিছু সময়ের বেশি পরে শুক্রবার সকালে আবারো ঢাকা ও আশপাশের জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া দফতরের তথ্যমতে এর মাত্রা ছিল ৪.৩। উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। সন্নিকটে হওয়ায় রাজধানীবাসী তীব্র মাত্রার কম্পন অনুভব করেছে।

শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে অনুভূত হয় এ ভূমিকম্প।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভেও (ইউএসজিএস) একই তথ্য জানিয়েছে।

এছাড়া মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়।

অবশ্য এ ভূমিকম্পনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।এদিকে ঢাকার এত কাছে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি থাকার বিষয়টিতেও উদ্বেগ জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।