চট্টলা নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ দায়িত্ব পালন করেছে।’
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভার আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির যে নেতাকে আটক করা হয়েছে, তাঁকে অনেক বার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আপনার নামে ওয়ারেন্ট আছে। আপনি কোর্টে গিয়ে জামিন নিয়ে আসুন। তিনি সে প্রক্রিয়ায় যাননি।
কাজেই একটা ওয়ারেন্ট থাকলে পুলিশ দায়িত্ব পালনের জন্য যা করণীয়, তাই করেছে।’এ সময় যেকোনো অপপ্রচার রোধে তরুণ সমাজকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি চক্র নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।