আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে ৫ হাজার মিটার জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করার অপরাধে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জালগুলো জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।