ওয়ালটন,কুটুমবাড়িসহ কিউসি পাম্পকে নকল পণ্য বিক্রি-পরিমাপে কারচুপিতে ২ লাখের বেশি জরিমানা

নগর প্রতিবেদক :

ওয়ালটন, কুটুমবাড়িসহ নকল পণ্য ও পরিমাপে কারচুপি করে কম পরিমাণে অকটেন বিক্রির কারণে ওই সমস্ত প্রতিষ্ঠান সহ আরো একটি ফার্মেসি ও ইলেকট্রনিক্স মার্টকে মোট২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যাল‌য়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্ল্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

অভিযানে পরিমাপে কারচুপি করে কম পরিমাণে অকটেন বিক্রি এবং ভোক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় নগরের গ‌ণি বেকা‌রি মো‌ড়ের কিউ‌সি ট্রেডিং লিমিটেড নামের ফি‌লিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে ক্যালি‌ব্রেশন না করা পর্যন্ত দুই‌টি ডিস‌পেনসার বন্ধ রাখ‌তে নি‌র্দেশ দেওয়া হয়।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, পরিচালিত এ অভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ২ লাখ ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অভিযানে নগরের গ‌ণি বেকা‌রি মো‌ড়ের কিউ‌সি ট্রেডিং লিমিটেড নামের ফি‌লিং স্টেশনকে প‌রিমা‌পে কারচু‌পি ক‌রে অক‌টেন বিক্রি করায় ৮০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়েছে। একই সঙ্গে ক্যালি‌ব্রেশন না করা পর্যন্ত দুইটি ডিস‌পেনসার বন্ধ রাখ‌তে নি‌র্দেশ দেওয়া হয়। এছাড়া একজন ভোক্তার অভি‌যো‌গের প্রেক্ষি‌তে ওই প্রতিষ্ঠান‌কে আ‌রও ২০ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

এছাড়াও একই অভিযা‌নে ‌‌মেয়াদবিহীন ওষুধ ধ্বংস ও নকল ভো‌ল্টেজ স্ট্যাবিলাইজার জব্দ করা হয়। নকল স্ট্যাবিলাইজার সংরক্ষণ করায় ইলেকট্রনিক্স মার্ট নামের দোকান সিলগালা ক‌রে সাম‌য়িক বন্ধ করা হয় এবং দুইটি লি‌খিত অভিযোগ নিষ্প‌ত্তি করা হয়।

অভিযানে পাঁচলাইশ থানার বহদ্দারহাটের আল-মদিনা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জ‌রিমানাসহ ব‌র্ণিত ওষুধ ধ্বংস করা হয়। নিউ ম্যানিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বহদ্দারহাট এলাকার ওয়ালটন প্লাজা ইলেকট্রনিক্সকে কোম্পানির নির্ধা‌রিত মূল্যের চে‌য়ে বে‌শি দামে পণ্য বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই প্রতিষ্ঠান‌কে নকল ভো‌ল্টেজ স্ট্যাবিলাইজার বিক্রি করায় ভোক্তার অভিযোগের প্রেক্ষি‌তে ২০ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

চকবাজার মো‌ড়ের কুটুম্ববাড়ি রে‌স্তোরাঁ‌কে উৎপা‌দিত দই, ফির‌নি‌তে উৎপাদন-মেয়াদ না দেওয়ায়, উৎপা‌দিত খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর উপা‌য়ে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়েছে।