কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলী নদীর মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।
এর মধ্যে ১২ জনই রোহিঙ্গা। এসময় তাদের কাছ থেকে ১২ কোটি টাকা মূল্যের ৪ লাখ পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।
এরা হলেন, মো. আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার এর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে সাগর পথে ফিশিং বোটে পতেঙ্গা এলাকার দিকে আসছে, এমন খবরে কর্ণফুলী নদীর মোহনা এলাকায় টহল বসানো হয়।
এ সময় একটি ফিশিং বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। গ্রেফতারকৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন মায়ানমার থেকে সাগর পথে ইয়াবার বড় চালান বাংলাদেশে এনে পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।