চট্টগ্রামে র‌্যাবের অভিযান : ৬ ফার্মেসীকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

নগর প্রতিবেদক:

চট্টগ্রামে পৃথক অভিযানে মেয়াদোত্তির্ণ ঔষুধ রাখার দায়ে ৬ ফার্মেসিকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল-দুপুর পর্যন্ত এ অভিযানে এ সব জরিমানা করা হয় নগরীর বিভিন্ন ফার্মেসিকে।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী মাজিস্ট্রেট (ভুমি) আবু রায়হান, ম্যাজিস্ট্রেট সালমা সিদ্দিকি।

এ সময় উপস্থিত ছিলেন মেজর মেহেদী ও ফ্লাইট ল্যাফটেনেন্ট নিয়াজ।

এদিকে গত মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ন্যায় চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে র‍্যাব-৭।

তারই অংশ হিসেবে আজ সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় র‌্যাবের একাধিক টিম এ অভিযান পরিচালনা করেছেন বলে জানান তারা।