চন্দনাইশে সংঘর্ষ-গোলাগুলির মামলায় যুবলীগের আরেক নেতা গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি :

চন্দনাইশে হাশিমপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোকসভায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া আর পদ বঞ্চিতদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গিয়াস উদ্দীন জিকু নামে আরেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুরাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে একইদিন বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দীন সুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্য চট্টগ্রামের লালখান বাজার এলাকার মতিঝর্ণা থেকে মাঈনুদ্দীন সঞ্জু নামে তার এক সহযোগীকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার ওসি তদন্ত মো. মজনু মিয়া বলেন, ‘গতকাল রাতে অভিযান চালিয়ে জিকুকে করে আওয়ামী লীগের সভায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় করা মামলায় সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’