চবিতে বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে কলেজ শিক্ষার্থী অপহৃত ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুল করিম।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি ওই শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হলের পাশে লাল পাহাড় থেকে উদ্ধার করে।

অপহরণকারী তিন যুবককে আটক রেখেছে প্রক্টরিয়াল বডি। আটক তিন অপহরণকারী হলো— চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ শিক্ষাবর্ষের শহীদুল ইসলাম শহীদ ও তার সহযোগী বহিরাগত দুই যুবক।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করেছিল কয়েকজন যুবক। বিষয়টি আমরা জেনে অপহৃত ওই ছেলেটিকে উদ্ধার করি। এ ঘটনায় অপহরণকারী তিনজনকে জিরো পয়েন্ট পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে। তাদের অভিভাবকদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’

সে নিজেকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করেছেন।

জানা যায়, চবির ছাত্র শহীদের সাথে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল। এক পর্যায়ে দু’জনের মনোমালিন্যে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে মেয়েটি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আব্দুল করিমের সাথে নতুন সম্পর্কে জড়িত হয়। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি শহীদ।

বৃহস্পতিবার আব্দুল করিম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে ওই মেয়ের সাথে দেখা করতে গেলে শহীদসহ আরও দুইজন মিলে আব্দুল করিমকে অপহরণ করে। পরে প্রক্টরিয়াল বডি বিষয়টি জেনে আবদুল করিমকে উদ্ধার করে।