নগর প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় চসিক কর্মকর্তাদের সাথে দোকানদারদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার(৯ অক্টোবর) বিকাল ৪টায় চকবাজার এলাকার চমেক হোস্টেল গেইট সংলগ্ন রোডে এই ঘটনা ঘটে।
এসময়ে একটি দোকানের সাইনবোর্ড অপসারনের সময় বিদ্যুতের তার ছিড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সাইনবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে চসিক ও দোকান মালিকদের হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চসিক’র কর্মকর্তা কর্মচারিদের উদ্ধার করে।
সেই সাথে বিক্ষুব্ধদ্ধ দোকান মালিকরা সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশি বাধায় পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ সাইনর্বোড অপসারন করতে আসে। এসময় দোকান মালিকরা তাদের সাথে বাকবিতন্ডতায় জড়ায়। চসিকের কর্মকর্তা কর্মচারিদের তারা ঘেরাও করে।
চকবাজার থানার ওসি আরও জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে আসি। সেখান থেকে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সময় দোকানদাররা অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশনকে সাইনবোর্ডের জন্য ট্যাক্স দেওয়ার পরও কোনো নোটিশ ছাড়াই অতর্কিত দোকান ভাংচুর করা হয়েছে।