ছিনতাইয়ের কথা বলে টাকা আত্মসাতের চেষ্টা ! অবশেষে গ্রেফতার ২

নগর প্রতিবেদক :

ছিনতাইয়ের কথা বলে ৮০ হাজার টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, তাদের কাছ থেকে আত্মসাৎ করা ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুই জন হলেন– মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শেখ ফরিদ (৪০)। তারা দুজনই নগরীর রিয়াজউদ্দিন বাজারের মেসার্স নিউ যমুনা ট্রেডার্স নামে একটি সবজি আড়তের কর্মচারী। গত রবিবার তারা ছিনতাই হয়ে গেছে এই মর্মে প্রতিষ্ঠানটির ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, ‘পাওনা টাকা নিয়ে আসার জন্য যমুনা ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন আলাউদ্দিনকে কক্সবাজারের রামুতে পাঠান। সেখান থেকে ৮০ হাজার টাকা নিয়ে চট্টগ্রামে এসে মোবাইল ফোন বন্ধ করেন আলাউদ্দিন। পরে রাতে শেখ ফরিদ মালিককে ফোন করে জানান আলাউদ্দিন ছিনতাইয়ের কবলে পড়েছেন। ছিনতাইকারীরা আলাউদ্দিনকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে এবং হাতে ছুরিকাঘাত করেছে। এ জন্য হাতে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। পরদিন সকালে মহিউদ্দিন দোকানে এসে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এমনকি থানায় অভিযোগ দিতে বললেও আলাউদ্দিন ও ফরিদ দিতে অস্বীকার করেন। এরপর কৌশলে তারা পালিয়ে যান। পরে মালিক দুই জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আলাউদ্দিন নিজে তার হাতে একটি ব্লেড দিয়ে আঘাত করে পরে সেটি ব্যান্ডেজ করেছিলেন।’