জোর করে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার তিন : দুই তরুণী উদ্ধার ৯৯৯ এ ফোনে

নগর প্রতিবেদক :

পতিতাবৃত্তি রক্ষা পেয়েছেন চট্টগ্রাম নগরীতে ২ তরুণী ৯৯৯ ফোন দিয়ে।

ঘটনাটি ঘটেছে নগরের পাহাড়তলী থানার প্রাণ হরিদাস রোডের বিবেকানন্দ নাথের তনয় বিতান ভবনে।

শুক্রবার (৩ আগস্ট) বিকেলে সাড়ে তিনটার দিকে বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করাচ্ছিল একটি চক্র এমন অভিযোগে অভিযান চালিয়ে ওই চক্রের অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তারও করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মর্জিনা বেগম (৪২), মো. মনির হোসেন (২৪) ও মো. রাশেদ উদ্দিন (৪৮)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুই তরুণীকে পাহাড়তলী এলাকার একটি বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজ করাচ্ছিল একটি চক্র। পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ২ তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায মামলা দায়ের করা করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে নগরীর পাহাড়তলী থানার ওই বাঁচা মিয়া রোডের একটি বাড়ির ৪র্থ তলার বাসা থেকে তিন তরুণীদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে শাহনাজ বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ সময় ওই বাসা থেকে আটকে রাখা তিন তরুণীকে উদ্ধার করা হয়েছিল। আটক শাহনাজ বেগম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার থানার হেঁয়াকো বাজার মোহাম্মদপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার স্বামী জাহাঙ্গীরও এই পেশায় জড়িত। তবে সে পালিয়ে গিয়েছিল।