![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/image-476647-1634357355.jpg)
![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/image-476647-1634357355.jpg)
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. হারুন (৩৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. হারুন ওই এলাকার ফজল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।
এপিবিএন সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এপিবিএন পুলিশ সদস্যরা। এসময় একটি এলজি ও তিন ফুট ১০ ইঞ্চি লম্বার একটি তলোয়ারসহ মো. হারুনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।