টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ২টি একনালা বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মৃত সিকদার আলীর ছেলে হামিদ হোসাইন (৪৫)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার গোপন সংবাদে জানতে পারি কতিপয় মাদক কারবারী টেকনাফ হ্নীলা থেকে বাহারছড়াগামী ঢালারমুখ পাহাড়ী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল দুপুর পৌনে ১টায় ওই স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে হামিদ হোসাইন পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি একনালা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য, ইয়াবা ট্যাবলেট ও অবৈধ অস্ত্র টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে বলেও জানান তিনি।