নগর প্রতিবেদক:
নগরীর লালদীঘির উত্তর পাড় থেকে প্রফেশোনাল ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।গ্রেপ্তাররা হলেন—পাপিয়া বেগম (৪১), রুমা আকতার (২৬) ও জোসনা বেগম (২৫)।
পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে জেনারেল হাসপাতাল থেকে ফেরার পথে লালদিঘীর ওরিয়েন্ট টাওয়ারের সামনে ৬০ বছর বয়সী এক নারীকে ঘিরে ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম কৌশলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তার নারীরা একটি সংঘবদ্ধ চক্র। তারা ইতিপূর্বেও রাস্তা পারাপারে একই স্থানে মহিলাদেরকে চারপাশে ঘিরে কৌশলে মূল্যবান জিনিস, স্বর্ণের চেইন, মোবাইল ছিনিয়ে নেয়। তারা টেরীবাজার, সিনেমা প্যালেস, আন্দরকিল্লাসহ বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটায়। তারা কখনো একা ছিনতাই করেনা। ৫-৬ জন একত্রিত হয়ে একা নারীকে টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।