পাহাড় কাটাসহ পরিবেশ ছাত্রপত্র ছাড়া বহুতল ভবন নির্মাণে জরিমানা গুনলো সাবেক কাউন্সিলর হীরণ

নগর প্রতিবেদক :

পরিবেশ অধিদফতরের অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মাণ করায় চট্টগ্রম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন হীরণকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের কার্যালয়ে এ সংক্রান্ত শুনানির পর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দেন।

এছাড়া পাহাড় কাটার দায়ে শিল্পগ্রুপ একে খান কোম্পানি এবং দুই ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাহাড়তলী মৌজায় ভিআইপি হাউজিং সোসাইটি এলাকা মঙ্গলবার পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

এ সময় একে খান কোম্পানি, সৈয়দ কুদরত-ই-খোদা এবং শাহজাহান হায়দার চৌধুরীর পাহাড় কাটার প্রমাণ পেয়ে তাদের শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। শুনানিতে একে খান কোম্পানির নির্বাহী পরিচালক নুর আহমদ এবং বাকি দুই ব্যক্তি সশরীরে হাজির ছিলেন।

একে খান কোম্পানিকে ৯২ হাজার ৫০০ টাকা এবং সৈয়দ কুদরত-ই-খোদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা ও শাহজাহান হায়দার চৌধুরীকে এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া বেআইনিভাবে বহুতল ভবন নির্মাণ করায় মোহাম্মদ হোসেন হীরণকেও নোটিশ দেওয়া হয়।

তার অনুপস্থিতিতে শুনানিতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেন পরিচালক। তাদের সাতদিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।