বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ মন্তব্য করে গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি:

পুলিশের ফেসবুক পেইজে পুলিশ ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চন্দনাইশে মাহফুজুল করিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে গাছবাড়িয়া খাঁনহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজুল ওই এলাকায় একটি দোকানে গ্যাস ডিস্ট্রিবিউটরের কাজ করতেন। তিনি গাছবাড়িয়া এলাকার তালুকদার বাড়ির ফজল করিমেরে ছেলে বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি থানার ফেনুয়া নামক স্থান থেকে গত শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

রমজান আলী (২২)

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রমজান আলী (২২)। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে।

ওই রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।