রাঙামাটি প্রতিনিধি :
অননুমোদিত এনার্জি ড্রিঙ্ক ও অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি রাখায় ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সময়ে বিভিন্ন অপরাধে আরও ২ প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটির বনরূপা বাজার, কলেজ গেট, স্টেডিয়াম মার্কেট ও কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি জানান, অননুমোদিত এনার্জি ড্রিঙ্ক ও অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্রপণ্য (মিষ্টি) রাখায় বনরূপা বাজারের ফুলকলিকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় কাঁঠালতলী এলাকার সুন্দরবন কুরিয়ার এন্ড পার্শেল সার্ভিসকে ২ হাজার টাকা এবং রেইনবো এক্সপ্রেস পার্শেল সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধসহ ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তারা প্রতারিত হলে অধিদপ্তরের হটলাইন নম্বর— ১৬১২১ এ অভিযোগ দিতে বলা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান হাসানুজ্জামান।