রাস্তার মাথা-কালুরঘাটে ফুটপাতের দখল উচ্ছেদ: ২৭ ব্যক্তিকে চসিকের জরিমানা

নগর প্রতিবেদক :নগরের বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপনা তৈরির করার অপরাধে ২৭ জনকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) নগরের আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কামাল বাজার পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য অবমুক্ত করা হয়।

এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ১৩ জনকে ৬১ হাজার টাকা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ১৪ জনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।