সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে জেএসএস সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়

বান্দরবান প্রতিনিধি:

সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে জেএসএস সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে ৪ টার দিকে বান্দরবান রিজিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি জোন এর ছাগলখাইয়া সিআইও ক্যাম্প হতে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে গ্রেফতার /নির্মূল করার লক্ষে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ, এসপিপি এর নেতৃত্বে সেনাবাহিনীর ৮টি টহল দলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান শুরু করা হয়।


বিশেষ অভিযান চলাকালীন আনুমানিক ১০.৪৫ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি জোনের চাকপাড়া এলাকায় জেএসএস (মূল) এবং সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ব্যাপক গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষের গোলাগুলি ১২.০০ ঘটিকা পর্যন্ত স্থায়ী হয়।


উক্ত গোলাগুলিতে জেএসএসের কতিপয় সদস্য মারাত্মক আহত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে জে এস এস সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে উক্ত এলাকায় অভিযান চলমান রয়েছে।


ভবিষ্যতে ও পার্বত্য বান্দরবান জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমনের লক্ষ্যে বান্দরবান রিজিয়ন এর তত্ত্বাবধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে জানা যায়।