আনোয়ারায় ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় আগুন লাগর ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এতে পরিষদের বেশিরভাগ মালামাল পুড়ে যায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এই আগুনের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন, দুটি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি সোলার প্যানেল, ইন্টারনেট সার্ভার কক্ষের মিটার প্যানেল বোর্ড, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিগত বছরের বিভিন্ন রেজিস্টার ও প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ, ছয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন বালাম বই, ইউপি সচিব ও উদ্যোক্তার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট, লাইট, নগদ অর্থ ও ফ্যানসহ নানা জরুরি যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। এতে প্রয়োজনীয় সরকারি-বেসরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‌‘ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ইউনিয়ন পরিষদের প্রায় সব মালামাল পুড়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ক্ষয়ক্ষতির অনেক বেশি।