আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে পড়ে মুরসালিন নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন তেকোটা গ্রামের মোহাম্মদ সুমনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মুরসালিন খেলতে গিয়ে বাড়ির পশ্চিমে থাকা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পান পুকুরে ওই শিশুর মরদেহ ভাসছে। সেখান থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এমরান জানিয়েছেন, সন্ধ্যার দিকে তেকোটা গ্রাম থেকে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।