উগ্রবাদ প্রতিহতকরণে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে: ওসি আনোয়ারা

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক – পিস প্রকল্পের আয়োজনে “উগ্রবাদ প্রতিরোধে সচেতনতা মুলক পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সংশপ্তক পিস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে পুলিশ-পাবলিক এ অনুষ্ঠান উপজেলার বারশত সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক এর আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় মাষ্টার নারায়ণ বরণ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, উগ্রবাদ প্রতিহতকরণে ধর্ম বর্ণ নির্বিশেষে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন রকম অপরাধ দমনে এবং প্রতিহত করণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং বিট পুলিশিং কার্যক্রমকে সহযোগী হিসেবে সার্বিক সহযোগিতা করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা রাঙাদিয়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম । উগ্রবাদ এবং যে কোন রকম অপরাধ নিমূর্লে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।

সভার শুরুতে কমিউনিটি পুলিশিং কি এর গুরুত্ব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক উপজেলা কো-অর্ডিনেটর (পিস প্রজেক্ট), আবদুল ওয়াহেদ তালুকদার, ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে উগ্রবাদ সম্পর্কে আলোচনা করেন মৌলানা মুফতি আজিজুর রহমান আলকাদেরী, উগ্রবাদ এর সম্পর্কে এবং খারাপ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সংশপ্তক পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। সভার সমাপনী বক্তব্য রাখেন অনুষ্টানের সভাপতি মাষ্টার নারায়ণ বরণ সরকার ।

এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং বারশত ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি ডাঃ নির্মলেন্দু নাথ, আলহাজ্ব আবু তাহের সওদাগর, মোঃ দিদারুল মোস্তফা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইছমাইল, বিপ্লব ধর, পুলিশ পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোশারফ হোসেন সহ এলাকার ব্যবসায়ী ,শিক্ষক, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।