কক্সবাজারে ৪৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় সাড়ে ৪৬ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ আগষ্ট সোমবার রাত সোয়া ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ সালামীপাড়ার নাইক্ষ্যংছড়ি চাকঢালাগামী পাকা রাস্তার কালভার্টের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য এক কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতার ইয়াবা পাচারকারীরা হলো— উপজেলার সদর ইউপির ৩নং ওয়ার্ডের ছালামীপাড়ার মৌলভী জকির হোসনের ছেলে সৈয়দ উল্লাহ (৫০) চেরারমাঠ ৬নং ওয়ার্ডের মৃত মকবুল আহমদের ছেলে সৈয়দ আলম (৪০), ৬নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে আবুল কাসেম (৩৫) চেরারমাঠ, রামু উপজেলার গর্জনিয়া ইউপির ৪নং ওয়ার্ডের মৃত আমির হামজা মিয়াজির ছেলে মো. ইব্রাহিম (৩২), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ ব্লক ডি/৮-এর হেড মাঝি মো. হোসেন ও ব্লক মাঝি আলী মিয়ার আশ্রিত মৃত গোলাম হোসেনের ছেলে ছাবের আহমদ (৫৫)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।