কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ মে) দিবাগত রাতে পালংখালী বিওপি এ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপি’র কাস্টম মোড় এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টার সময় ইয়াবা পাচারকারীরা সীমান্তএলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি বুঝে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহলদলের উপর অতর্কিত গুলিবর্ষণ করে।
এসময় টহলদল পাল্টা গুলি করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।