কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের দুই পৌরসভা মহেশখালি ও চকরিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে মেয়র হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
অনুষ্ঠিত মহেশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মকছুদ মিয়া তৃতীয়বারের মত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এতে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৫ ভোট। ১ হাজার ৪২৮ ভোটের ব্যবধানে মকছুদ মিয়া বিজয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাফুজুর রহমান।
এদিকে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মত বিজয়ের মালা পরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৪৬৬। তার নিকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের জিয়াবুল হক পেয়েছেন ১০ হাজার ২১৫ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী ১১ হাজার ২৫২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হককে পরাজিত করে।