টেকনাফে ৮ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা আটক বিজিবি’র হাতে

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলার টেকনাফে ৮ কোটি টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ শহীদুল ইসলাম (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ মে) ভোররাতে টেকনাফের আইয়ুব এর জোড়া বিএসপি খাল এলাকা থেকে তাকে আটক করা হয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃত রোহিঙ্গা শহীদুল টেকনাফের জাদিমুড়া এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার পাঠানো বিবৃতিতে বলেছেন, ১৯ মে ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টিম আইয়ুবের জোড়া বিএসপি খাল কেওড়া বাগানে অবস্থান নেয়।

এক পর্যায়ে একজন ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে তল্লাশি করে তার পিঠে গামছা দিয়ে বাধা অবস্থায় এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য আট কোটি টাকা।

তিনি আরো জানিয়েছেন, মাদক বহন ও পাচারের অভিযোগে আটক শহীদুলের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের ও তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।