কক্সবাজার প্রতিনিধি :
হাত-পায়ের রগকাটা এবং পেটে ছুরিবিদ্ধ মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন সদর ইউনিয়নের মেহেরনামা নুইন্যমুইন্যা ব্রিজ সংলগ্ন বিলে ওই নারীর লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও ব্যাগে কিছু নগদ টাকা ও একটি স্মাট কার্ড পাওয়া যায়। ওই কার্ডে মোহছেনা আক্তার, তার পিতার নাম ছাবের আহমদ, খাজা মঞ্জিল, কক্সবাজার সদর উপজেলা লেখা রয়েছে।
এদিকে, কক্সবাজার থেকে সিআইডি’র একটি টিম ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভ্যানিটি ব্যাগে পাওয়া স্মার্ট কার্ডের সূত্র ধরে ওই নারীর নাম ঠিকানা পাওয়া যায়। পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ওই নারীর এক হাত, দুই পায়ের রগ কাটা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
ওসি আরও বলেন, তাকে কারা কেন হত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না। পুলিশ তথ্য উদ্ঘাটনে কাজ করছে। পাশাপাশি সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।