কক্সবাজার প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর পাঠানো অনুদানের ৩৫ লাখ টাকা হাতে পেয়েছেন কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কমরু উদ্দিন আহমদ চৌধুরী, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে নিহত ছয় ভাইয়ের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুদানের আবেদন করেছিলেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের সুপারিশে নিহতদের পরিবারের জন্য গত ৬ এপ্রিল ৩৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য মন্দিরে যাওয়ার পথে চকরিয়ার ডুলাহাজারার হাসিনাপাড়ায় ডাম্পারের চাপায় মারা যান ছয় ভাই।