মহেশখালীতে ডাকাতিকালে দুই ডাকাত ধরে পুলিশে সোপর্দ করলো জনতা

মহেশখালী প্রতিবেদক :

মহেশখালীর প্রধান সড়কে ডাকাতিকালে দুই ডাকাত ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. হাবিব, চিকনি পাড়া গ্রামের নজির আহমদের ছেলে জসিম।

এলাকাবাসী জানায়, সংঘবদ্ধ ডাকাত দলটিকে প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতির সময় তারা আটক করেন। এসময় ৫-৬ জন ডাকাত পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ১টি সিএনজি সহ ২ জনকে আটক করে রাখে। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই জানান, প্রধান সড়কে ডাকাতি করার সময় স্থানীয় জনতা ২ জনকে আটক করে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছে দেশিয় অস্ত্রসস্ত্র ও একটি সিএনজি পাওয়া গেছে। তারা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।