কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফের সেন্টমার্টিনে দুটি ম্যাগজিন এবং একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগানসহ ৩০ রাউন্ড গুলি ও ৩৬ কোটি টাকা মূল্যের ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায় নি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে গোলাগুলির পর এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানিয়েছেন, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামার সংকেত দিলে বোট না থামিয়ে উল্টো কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি ছুড়লে তারা সমুদ্রপথে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি চালিয়ে ১১ লাখ ৯৫ হাজার ৬শ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান উদ্ধার করা হয়।জব্দকৃত এসব অস্ত্র ও মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।