কক্সবাজার প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১৪টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা দেন তারা।
সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে দুদিন আটকা থাকার পর অবশেষে টেকনাফে ফিরছেন ৩ শতাধিক পর্যটক।
সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহী একটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটে পৌঁছেছে বলে জানা গেছে।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক।’
সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৭ থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে তিনশ পর্যটক ছিল। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।’
এর আগে গত ১৭ অক্টোবর (রোববার) থেকে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন থেকে টেকনাফে ট্রলার চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন তিন শতাধিক পর্যটক।