প্রায় সাত মাস পর খুলছে সিনেমা হল। গত ১৬ অক্টোবর থেকে হলগুলোতে সিনেমা প্রদর্শনীর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে অনুমতি মিললেও আশানুরূপ দর্শক না হওয়ার আশঙ্কায় ছবি মুক্তি দিতে চান না প্রযোজকেরা। আর নতুন ছবি না হলে অনেক মালিকই হল খুলবেন না।
এদিকে চট্টগ্রামের কাজির দেউড়িতে অবস্থিত ঝুমুর সিনেমা হলে স্বাস্থ্য বিধি মেনে সিনেমা চালু করার উদ্যোগ নিয়েছে হালনালিক। তবে করোনার দখল কাটিয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ঝুমুর সিনেমা হলের পরিচালক বলেন, সিনেমাকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা অাছে তাদের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন।
সিনেমা প্রেমীরা বলছে, ভালো গল্প হলে দর্শকরা সিনেমার প্রতি অাগ্রহী হবে পাশাপাশি নির্মাতাদের উচিত গতানুগতিক গল্প থেকে বেরিয়ে নতুনত্ব নিয়ে অাসা। অাগের সিনেমার মত এখন সিনেমা হয় না যার ফলে দর্শকরা হল বিমুখী হচ্ছে।
করোনার কারনে দেশের প্রায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। নতুন ছবি না হলে হল-মালিকরা হল খুলতে নারাজ,
নগরীর জনপ্রিয় সিনেমা হল অালমাসও বন্ধ হয়ে অাছে ঠিক একই কারনে।
সংশ্লিষ্টরা বলছল, সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে সরকার এবং নীতিনির্ধারক পর্যায়ে যারা অাছেন তাদের উচিত এগিয়ে অাসা। তাহলেই দেশের সংস্কৃতি এগিয়ে যাবে, তুলে ধরবে বিশ্ব মঞ্চে।