কর্ণফুলীর খাল পরিদর্শনে অবৈধ খাল দখলদারদের হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বিভিন্ন খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুক্রবার ২১ জানুয়ারি দুপুর ১২ টায় তিনি শিকলবাহা এলাকায় ঘুরে বিভিন্ন খাল পরিদর্শন করেন, এসময় প্রতিমন্ত্রী অবৈধ খাল দখলদারদের হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ার জন্য এখন খাল নিষ্কাশন জরুরী। স্থানীয়দের সহযোগিতা না পেলে খাল সংস্কার বা উদ্ধার কোনটাই সম্ভব নয়, এতে করে স্থানীয়রাই ক্ষতিগ্রস্ত হবে।

পরিদর্শন কালিনী সময়ে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, পাউবো অতিরিক্ত মহা পরিচালক (দক্ষিণ-পূর্বাঞ্চল) অখিল কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী (দক্ষিণ-পূর্বাঞ্চল) রমজান আলী প্রামাণিক, নির্বাহী প্রকৌশলী (চট্টগ্রাম পওর বিভাগ-১) তয়ন কুমার ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার প্রমুখ।