কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) রাত ২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘শনিবার রাতে র্যাব সদস্যরা গোলাবাড়ি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়।’
মেজর সাকিব বলেন, ‘বন্দুকযুদ্ধের পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় একজন র্যাবসদস্য আহত হয়েছেন।’
নিহত ব্যক্তি পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সেনানিবাস এলাকায় তার মোটরসাইকেলের ব্যবসা আছে। তিনি পরিবার নিয়ে ময়নামতি সাহেব বাজার এলাকার ১৫ নম্বর গেটে থাকতেন। ‘এর আড়ালে মাদক ব্যবসা ও সীমান্ত দিয়ে ভারতয়ি কাপড়ের চোরাচালানেরা ব্যবসা করতো সে’ বলেন মেজর মোহাম্মদ সাকিব।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইলসংলগ্ন হায়দারাবাদ নগর এলাকায় স্থানীয় সাংবাদিক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। মহিউদ্দিন বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাদকদ্রব্য নিয়ে বিভিন্ন লেখা পোস্ট করতেন।মাদক কারবারিরা তথ্য দেয়ার কথা বলে মহিউদ্দিনকে ডেকে নিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।