খাগড়াছড়িতে চাঁদেরগাড়ি চাপায় ২ স্কুলছাত্র নিহত, আহত এক

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদেরগাড়ির চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের সুইজাই কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মগর ছেলে উগ্যজাই মগ (১২) ও ডেপুয়াপাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। আহত অপর রাসাই মারমা ফরিকনালা এলাকার মৃত থোয়াইচাই মারমার ছেলে।

গুরুতর আহত অবস্থায় রাসাই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত উগ্যজাই মগ হাতিমুড়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে বলেন, উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের সুইজাই কার্বারিপাড়ায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল ছাত্র দের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় তারা ।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে আনারসের চলতি মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে হাতিমুড়া এলাকার বাগানগুলোতে। আর তাই এলাকার স্কুলে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী আনারস বাগানে কাজ করে বাড়তি আয়ের সুযোগ কাজে লাগাচ্ছেন। তাদেরই দুজন স্কুল পড়ুয়া নিহত উজাই মগ ও রাজু মারমা। আনারস বোঝাই চাঁদের গাড়িটি যখন টিলায় উঠছিল, ঠিক তখন তারা দুজন গাড়ির পেছনে হেঁটে হেঁটে আসছিল। টিলার মাঝ পথে চাঁদেরগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ছুটতে থাকে। এসময় গাড়ির পেছনে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।