চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়রের মধ্যে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য জানিয়েছেন।

সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।আহতরা হলেন মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার। আহতদের সবাই ওই প্রতিষ্ঠানের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ৩টার দিকে আহতাবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের সবাই চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাতে টেক্সটাইল ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টারের ছাত্রদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রতিষ্ঠানটির সপ্তম সেমিস্টারের ১০ জন আহত হন।

তাদেরকে উদ্ধার করে রাতে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।