চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার পরিবেশের মহাপরিচালক আশরাফ উদ্দিন

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন।

রোববার (২৩ জানুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।অপর আদেশে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মিজানুর রহমানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।